মুরাদনগরে মাদকমুক্ত ব্যাডমিন্টন টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মুরাদনগর প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে মাদকমুক্ত ব্যাডমিন্টন টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। নবীপুর পশ্চিম ইউনিয়নের মরহুম আলী হোসেন চেয়ারম্যানের বাড়ির মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত নয়টায় আতশবাজি, বাদ্যযন্ত্র ও ফানুস উড়িয়ে জমকালো আয়োজনে এ খেলা শুরু হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন। মরহুম আলী হোসেন চেয়ারম্যানের ছেলে মো. মাজেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আজিজুর রহমান রনি, শ্রমিক লীগের উপজেলা সাধারণ সম্পাদক কাজী মোশারফ হোসেন, উপজেলা কৃষক লীগের সদস্য মোহাম্মদ আলী সরকার প্রমুখ।
খেলায় উত্তর ত্রিশ চ্যাম্পিয়ন ও কুলুবাড়ী আদর্শ লাইব্রেরী রানার্সআপ হওয়ার গৌরভ অর্জন করেন। খেলা দেখতে আসা দর্শক একাদশ শ্রেণীর ছাত্র শীপন বলেন, ব্যাডমন্টিন খেলার আলাদা একটা মজা আছে। সারা বছর এ সময়ের জন্য অপেক্ষায় থাকি। ক্লস পরীক্ষা,যা-ই থাকুক, প্রতি রাতে কিছু সময়ের জন্য হলেও মাঠে আসি।’ খেলায় বিশেষ অতিথির বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি প্রভাষক আজিজুর রহমান রনি বলেন, মাঠের চারপাশ ঘিরে খেলা দেখতে আসা উৎসুক দর্শনার্থীর কমতি ছিলো না। কারেট থেকে যখন থারটনি হোপ ফোরটনি লাস্ট আওয়াজ আসে, তখন সমর্থকরা উল্লাসে ফেটে পরেন। মাদক তাড়াতে তাদের এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। প্রধান অতিথির বক্তব্যে ভিপি জাকির হোসেন বলেন, ব্যাডমন্টিন খেলাটা হয় মূলত কয়কেজন বন্ধু, বড়জোর এলাকার ‘ভাই-ব্রাদার’ মিলেই। তবে মাদকের বিরুদ্ধে নবীপুর গ্রামে যে টুনামেন্টের আয়োজন করা হয়েছে তা চমৎকার হয়েছে। উভয় দল খুব সুন্দর খেলা উপহার দিয়েছে। আমরা আনন্দগন পরিবেশে ফাইনাল খেলাটি উপভোগ করেছি।