চাঁদপুরে সেনাবাহিনীর ৭ শ’ প্যাকেট মৌসুমী বীজ সাড়ে ৩শ’ মানুষের মাঝে ৭শ’ বিতরণ করেন
মোহাম্মদ বিপ্লব সরকার ।। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে খাদ্য সংকট মোকাবেলায় সাধারণ মানুষের পাশে মৌসুমী সব্জির বীজ নিয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার দুপুরে চাঁদপুর স্টেডিয়াম প্রাঙ্গনে করোনা প্রতিরোধকালীন সময়ে সেনাবাহিনীর চলমান কর্মসূচির অংশ হিসেবে ডেড়স, বেগুন, পুইশাক, লাউ ও ডাটার সাড়ে ৩শ’ মানুষের মাঝে ৭শ’ প্যাকেট বীজ বিতরণ করেন। এ সময় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর মো. খায়রুল ইসলাম ও ক্যাপ্টেন মো. তানভীর, জাকির ও জাকারিয়া জন। সেনাবাহিনীর বিতরণ কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। বীজ বিতরণের আয়োজনে ৪৪ পদাতিক ব্রিগেড ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তেজস্বী বীর।