মুরাদনগর উপজেলা ২২টি ইউনিয়নের ৭হাজার ৮শ’ জন কর্মহীন মহিলা পুরুষকে জেনারেল রিলিফ বিতারণ

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ মুরাদনগর উপজেলা ২২টি ইউনিয়নের ৭হাজার ৮শ’ জন কর্মহীন মহিলা পুরুষকে জেনারেল রিলিফ বিতারণ করেছেন মুরাদনগর উপজেলা প্রশাসন।

গতকাল শনিবার মুরাদনগর উপজেলা বিভিন্ন ইউনিয়নের সরজমিনে পরিদর্শনে দেখাযায়, সরকারী উদ্যোগে অসহায় হতদরিদ্রকে সামাজিক দূরত্ব বজায় রেখে সাড়িবদ্ধ ভাবে দাঁড়িয়ে জেনারেল রিলিফ বিতারণ করা হয়েছে। মুরাদনগর উপজেলা ২২টি ইউনিয়নে মধ্যে ২০টি ইউনিয়নে প্রতি ইউনিয়নে ৩৫০জনকে ৭হাজার জন,  নবীপুর পশ্চিম ইউনিয়ন ৪শ’জন ও মুরাদনগর সদর ইউনিয়ন ৪শ’জনসহ মোট ৭হাজার ৮শ’জন কর্মহীন মানুষকে সাধারণ রিলিফ ১০ কেজি করে চাউল বিতারণ করা হয়েছে। সাধারণ রিলিফ (জিআর) বিতারণে দারোরা ইউনিয়নের পরিষদ অফিসে উপস্থিত ছিলেন দারোরা ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ শাহ্ জাহান (বিএসসি), একটি বাড়ি একটি খামার (ট্যাগ) কর্মকর্তা আফজাল রহমান, মুরাদনগর প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ইউপি’র সচিব মোঃ নাঈম সরকারসহ ১২জন ইউপি’র সদস্যরা উপস্থিত থেকে কর্মহীন মানুষের এসব চাউল বিতারণ করেন। পূর্বধৈইর পশ্চিম ইউপি’র চেয়ারম্যান শরিফুল ইসলাম জানান, গত আড়াই মাস আমি আমার স্ত্রী পুত্র সন্তান মুখ দেখতে পারছিনা। আমার পরিবার থাকেন ঢাকায়। আমি গত আড়াই মাস যাবৎ মুরাদনগর উপজেলা পূর্বধৈইর(পশ্চিম) ইউনিয়নে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি।

কর্মহীন শফিক মিয়া জানান, আমি অনেক দিন বেকার রয়েছি। কারো বাড়িতে কাজ করতে পারছিনা। ১০ কেজি সরকারী চাউল পাওয়ায় আমার খুব ভাল লাগছে। না পারছি ভিক্ষা করতে। না পাচ্ছি কাজ। কোন উপায় ছিল না। সরকারী ত্রান পেয়ে আমি খুশি।

মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাস সাংবাদিকদের জানান, মুরাদনগর উপজেলা ২২টি ইউনিয়নে সাধারণ রিলিফ(জিআর) ৭হাজার ৮শ’কর্মহীন হতদরিদ্র মানুষের মাঝে বিতারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *