মুরাদনগরে ১জন মহিলা ইউপি’র সদস্যসহ ১৫জন করোনা পজেটিভ
মুরাদনগর প্রতিবেদকঃ মুরাদনগরে ১জন মহিলা ইউপি’র সদস্যসহ ১৫জন করোনা পজেটিভ।
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নাজমুল আলম জানান, আজ বৃহস্পতিবার মুরাদনগর উপজেলা উত্তর ত্রিশ গ্রামের ৬জন, পৈয়াপাথর গ্রামের ১জন, নবীপুর গ্রামের ২জন, চৌধুরীকান্দি গ্রামের ২জন, নয়াকান্দি গ্রামের ১জন, নিমাইকান্দি গ্রামের ১জন, শিবানিপুর গ্রামের ১জন, জাহাপুর ইউনিয়নের বোরারচর গ্রামে ১জন।এনিয়ে মুরাদনগর উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪১জনে।