হোমনায় দু’জন করোনায় আক্রান্তঃ ২বাড়ি লকডাউন
হোমনা প্রতিবেদকঃকুমিল্লার হোমনায় উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের নালা দক্ষিন গ্রামের মো. গিয়াস উদ্দিন ছেলে মো. শরীফ মিয়া (২৪) ও সামসুন্নাহর (৪৫) নামে এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে । সে উপজেলার আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের মো. এনামুল হকের স্ত্রী । সে দু’সন্তানের জনক ও গ্রামের বাড়িতে থাকে । আজ বৃহস্পতিবার দু’জনের কুমিল্লা পাঠানো করোনার পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে । করোনা পজেটিভ আসায় দু’জনের বাড়ি লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন। ছেলেটির নানার বাড়িতে রামপুরা অবস্থান করায় নানার বাড়ি লকডাউন করা হয়েছে । এতে বাসার সংস্পর্শে থাকা সকল সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুছ ছালাম সিকদার জানান, করোনার উপসর্গ থাকায় গত ২৪ মে নমুনা সংগ্রহ করে কুমিল্লা পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার তাদের দু’জনের করোনার পরীক্ষার রির্পোট পজেটিভ আসায় তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে । শরীফ অতিসম্পতি ঢাকা থেকে গ্রামের বাড়ি নালাদক্ষিন আসে । বর্তমানে সে নানার বাড়ি রামপুরাতে থাকে । সামসুন্নাহার একজন গৃহিনী এবং গ্রামের বাড়ি খোদেদাউপুরে থাকে । কিন্তু সামসুন্নাহারের ছেলে মুদির দোকানে কাজ করে । মুদির দোকান থেকেও সংক্রমিত হতে পারে ।থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কায়েস আকন্দ জানান, ওই দু’জনের করোনা রিপোর্ট পজিটিভ আসায় তাদের বাড়ি ও মুদির দোকানও লক ডাউন করা হয়েছে ।উপজেলা নির্বাহী অফিসার তাপ্তি চাকমা অফিস জানান, করোনা পরীক্ষার রির্পোট পজেটিভ আসায় ছেলেটির নানার বাড়ি রামপুর ও মহিলার খোদেদাউপুরের বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে । মহিলার ছেলে মুদির দোকানে কাজ করে বিধায় প্রাথমিকভাবে মুদির দোকানও লক ডাউন করা হয়েছে । তাদের সংস্পর্শে থাকা সকলকে করোনা টেস্টসহ হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওযা হয়েছে ।