রূপগঞ্জে সমিতি’র টাকা চাওয়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের সাথে দ্বন্দ, যুবককে জবাই করে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের সঙ্গে দ্বন্দের জেরে রাজন(৩৩) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। ১৬ দিন মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন থাকার পর শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়। নিহতের পিতা তোফাজ্জল হোসেন জানান, সোনারগাঁওয়ের আমগাঁওয়ের বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে রাজন (৩২)। তার মামার বাড়ি রূপগঞ্জের রূপসীতে কাজীপাড়া জনকল্যাণ সমিতি নামে একটি সমবার সমিতি পরিচালনা করে আসছিলো সে। এ কারণে রূপসীতে বেশকিছু গ্রাহক ছিলো তার। এদের মধ্যে কলাবাগান এলাকার কিছু চিহ্নিত মাদককারবারীরা তাদের পেশা গোঁপন করে রাজনের কাছ থেকে ঋন নেয় । এসব ঋনের টাকা ফেরৎ নিয়ে ওই এলাকার মাদক ব্যবসায়ীদের সঙ্গে তার দ্বন্দ চলে আসছিলো। -এর জের ধরে গত ১৩ মে ইফতারের পর রাজন(৩২)কে কে বা কারা মুঠোফোনে ডেকে রূপসী কলাবাগান এলাকায় নিয়ে যায়। পরে তাকে জবাই করে হত্যার চেষ্টা করে । তার মৃত্যু নিশ্চিতের জন্য শ্বাসনালী কেটে দিতে নির্মমভাবে খুঁচিয়ে হত্যা চেষ্টা করে তারা। পরে তাকে একটি ক্যানেলের পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে বরপা লাইফ এইড হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসার জন্য ভর্তি করান। তার অবস্থার অবনতি ঘটলে সেখানকার চিকিৎসক সোহরাওয়ার্দী হাসপাতালের হৃদরোগ ইউনিটে পাঠান । ২৯মে শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পারিবার সূত্র আরো জানায়, সমিতির টাকা নিয়ে কলাবাগান এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে বিরোধের জের ধরেই এ খুন হয়। এ ঘটনায় তার বাবা তোফাজ্জল হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। তাদের দাবী কলাবাগান এলাকার সঙ্ঘবদ্ধ একটি মাদক ব্যবসায়ী চক্র তার কাছ থেকে ঋণ নেয়। সে ঋনের টাকা ফেরত দিবে বলে মুঠোফোনে ডেকে নেয়। পরে তারাই এ হত্যাকান্ড ঘটিয়েছে। নিহতের মামা আলতাফ কাজী জানান, রূপসী কলাবাগান এলাকা মাদক ব্যবসায়ী ও সেবীদের আখড়ায় পরিণত হয়েছে। স্থানীয় লোকজন পুলিশ ও জনপ্রতিনিধিদের জানালেও কোন প্রতিকার পায়নি। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।