কুমিল্লা বোর্ডে পাশের হার ৮৫.২২% ও জিপিএ ফাইভ ১০,২৪৫ জন

Spread the love


নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে এবছর (২০২০) পাশের হার ৮৫.২২শতাংশ। বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছে ১০,২৪৫ জন। গত বছর পাশের হার ছিল ৮৭.১৬ জিপিএ ফাইভ ছিল ৮৭৬৪জন।
এবছর মোট পরিক্ষার্থী ছিল ১৫৯০৭০জন, পাশ করেছে ১,৩৫,৫৬০জন। মেয়েদের পাশের হার ৮৬.৩১, ছেলেদের পাশের হার ৯৪.৪১শতাংশ। বিভাগ ভিত্তিক পাশের হার বিজ্ঞান- ৯৬.৭৬, মানবিক- ৭৬.৩৩ এবং ব্যবসায় শিক্ষা- ৮৪.৮৩ শতাংশ। বোর্ডের ৬জেলায় ১৭৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে ১৬২টি শিক্ষা প্রতিষ্ঠান।
বোর্ড সেরা কুমিল্লা জিলা স্কুল ৩৫২টি জিপিএ ফাইভসহ শতভাগ পাশ। জিপিএ ফাইভ সবচেয়ে বেশি কুমিল্লা মডার্ন হাই স্কুল ৪৮০জন এবং ২য় কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ ৩৭৬জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *