মুরাদনগরে ২ডাকাত গ্রেফতার। লুণ্ঠিত ১৫ ভরি স্বর্নালংকার উদ্ধার
আবুল কালাম আজাদঃ মুরাদনগরে ডাকাতির একমাস পর ২ডাকাত গ্রেফতার। লুণ্ঠিত ১৫ ভরি স্বর্নালংকার উদ্ধার।
বাঙ্গরাবাজার থানা মামলার সূত্রে জানাযায়, গতকাল সোমবার মুরাদনগর উপজেলা ৭নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের ধনপতিখোলা গ্রামের জাহাংগীরে বাড়িতে গত ৩০ জুন রাতে একটি ডাকাতি সংঘঠিত হয়। ডাকাতরা জাহাঙ্গীর তিনটি ঘর থেকে ২০ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার এবং নগদ ২৫হাজার টাকা লুণ্ঠিত করে নিয়ে যায়। ডাকাতি কালে ডাকাতগণ বাড়ির মালিক জাহাঙ্গীর আলমের দু’হাতে রামদা দিয়ে কোপ দিয়ে মারাত্মক আহত করে।
মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম জানান, ডাকাতির মামলা তৎপরতায় রহস্য উদঘাটন চলমান করোনা পরিস্থিতির কারণে সৃষ্ঠ লক ডাউনের মধ্যেই কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম(বিপিএম(বার),পিপিএম) নির্দেশে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ কামরুজ্জামান তালকদার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) অমর চন্দ্র দাস ধনপতিখোলা গ্রামের জাহাংগীরে বাড়িতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। আহত জাহাঙ্গীর আলম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানার অজ্ঞাতনামা ৮/১০জনে বিরুদ্ধে একটি মামলা নং-০১, তারিখ-০১ মে/২০২০ ধারা-৩৯৫/৩৯৭ দন্ডবিধি রুজু হয়। ডাকাতি মামলা তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক অমর চন্দ্র দাস জানায়,বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৬মে তারিখে ডাকাত সন্দেহভাজন হিসেবে ব্রাক্ষণবাড়িয়া জেলা নবীনগর উপজেলার সাতমোরা গ্রাম হতে ডাকাত সোহাগকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে ডাকাত সোহাগ উক্ত ডাকাতির ঘটনার সাথে জড়িত বলে পুলিশকে জানায়। তার দেয়া তথ্য মতে উক্ত ঘটনায় জড়িত অপর ডাকাত নজরুলকে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে গ্রেফতার করা হয় এবং আদালতে প্রেরন করিলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করিলে ডাকাতদ্বয় ঘটনার সাথে সংশ্লিষ্টতা স্বীকার করে এবং গত ৩০ মে তারিখে লুণ্ঠিত ১৫ ভরি স্বর্নালংকার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ডাকাত নজরুল তার বাড়ি বাঞ্চারামপুরের বাহেরচর গ্রামে বলে জানায়। ডাকাত চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক ঘটনার সাথে জড়িত বলেও জিজ্ঞাসাবাদে জানা যায়। ডাকাত নজরুলকে ৩১মে তারিখে রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। উক্ত ডাকাতির ঘটনায় ডাকাত সোহাগ এবং নজরুল বিজ্ঞ আদালতে ফৌ: কা: বি:-১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। এই ঘটনায় জড়িত অপরাপর অন্যান্য ডাকাতদের গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।