শ্রীমঙ্গলে হতদরিদ্রদের মাঝে ৬টি ছাগল বিতারণ করেছে শাহবাজ ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদকঃ শ্রীমঙ্গলে উপজেলা হতদরিদ্রদের মাঝে ৬টি ছাগল বিতারণ করা হয়েছে।
গতকাল সোমবার শাহবাজ ফাউন্ডেশন অর্থায়নে মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গলে উপজেলা শ্রীমঙ্গলের সিন্দুর খাঁন ইউনিয়নে হতদরিদ্র ও কয়েকটি অস্বচ্ছল পরিবারে ৬টি ছাগল বিতরন করা হয়েছে। ৬টি ছাগলের মূল্য ৩০হাজার টাকা। ছাগল বিতারণ কালে উপস্হিত ছিলেন ডোবাগাঁও বি ইউ দাখিল মাদ্রাসা শিক্ষক মোঃ হেলাল আহমেদ, শাহবাজী স্কাউটস কেন্দ্রীয় কমিটি, সভাপতি জাবেদ হোসেন পাপ্পু, সহ-সভাপতি মোঃরুমান আহমেদ, যুগ্ম সম্পাদক লিমন আহমেদ ও নাহিদ আরাফাত ইমন প্রমুখ। তারা আরো জানায়, শাহবাজ ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখায় হতদরিদ্রদের জন্য ৮০ হাজার টাকার ফান্ড আছে। এতে ৩০হাজার টাকার ছাগল বিতারণ করা হয়েছে।এছাড়া শাহবাজ ফাউন্ডেশনের ৫০হাজার টাকা মুরগ-মুরগী খামার নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।