মুরাদনগর বাজার বণিক সমিতির সভাপতি আক্তার হোসেনের মা ফাতেমা বেগম এন্তেকাল
মুরাদনগর প্রতিবেদকঃ মুরাদনগর বাজার বণিক সমিতির সভাপতি আক্তার হোসেনের মা ফাতেমা বেগম এন্তেকাল করেছেন।তার বয়স হয়েছিল ৯০ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার সকাল ১০টায় দিকে তিনি মুরাদনগর উপজেলা সদরের দক্ষিণ পাড়া তার নিজ বাড়ীতে এন্তেকাল করেন।মঙ্গলবার বাদআসর মুরাদনগর উপজেলা সদরের বড় মাদ্রাসা মাঠে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমা ফাতেমা বেগমকে মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৫ মেয়ে রেখে গেছেন। আক্তার হোসেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী কৃষকলীগের সদস্য ও মুরাদনগর সদর ইউপি’র সদস্য এবং মুরাদনগর বাজার বণিক সমিতির সভাপতি।আক্তার হোসেনের মায়ের এন্তেকালে কুমিল্লা-৩, মুরাদনগর আসনের সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আব্দুল্লাহ হারুন(এফসিএ) গভীর শোক প্রকাশ করেন ও শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।