রামচন্দ্রপুরে পাগলা কুকুরের কামড়ে ২৭ জন শিশু ও বৃদ্ধা আহত

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ রামচন্দ্রপুর বাজার ও বাখরাবাদ গ্রামে দুই দিনে ২৭ জনকে পাগলা কুকুর কামড়িয়ে আহত করেছে। বুধবার(৩ জুন) ও বৃহস্পতিবার (৪জুন) দুপুর শ্রমজীবী হতদরিদ্র দিনমুজুর ২৭ জন শিশু ও বৃদ্ধাকে ২টি পাগলা কুকুর কামড়িয়ে আহত করে। রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের স্বাস্থ্যকর্মী পারভীন আক্তার ও রাজীব হোসাইন বাবু জানায়, পাগলা কুকুড়ে কামড়ে গুরুতর আহতরা হলো কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজার পাড়ার রাজমিস্ত্রি হেলাল (১৬), গাদ্দাফীর মেয়ে রাত্রি (৫), বাখরাবাদের গ্রামের হোটেল ব্যবসায়ী সাদ্দাম হোসেনের শিশু কন্যা আমেনা( ৫), সুনীল (৪০), মৌসুমির বোন এক সন্তানের জননী(২২)। রামচন্দ্রপুরের শ্রমিক মহসিন মিয়া (৪০) ও পাঁচকিত্তা বাজারের রঞ্জিত চন্দ্র দাস (৪০)। হোটেল ব্যবসায়ী সাদ্দাম জানায়, পাগলা কুকুরের কামড় থেকে বাঁচতে রামচন্দ্রপুর এলাকাবাসী বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে হামলাকারী ২ টি পাগলা কুকুরকে হত্যা করে মাটি চাপা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *