হোমনায় রাস্তা দখলে বাধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই ইউপি’র সহ আহত- ৮
হোমনা প্রতিবেদকঃ হোমনায় রাস্তা দখলে বাধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, দুই ইউপি’র সহ আহত- ৮।
মামলা সূত্রে জানাযায়, কুমিল্লার হোমনায় রাস্তা দখলে বাধা দেয়াকে কেন্দ্র করে দুই গ্রূপের সংঘর্ষে দুই ইউপ‘র সহ ৮ জন আহত হয়েছে। আহতরা হলো ইউপি’র সদস্য আঃ আউয়াল, সংরক্ষিত আসনে ইউপি’র সদস্য নাজমা বেগম, শাহপরান (১৪),রাশেদুল ইসলাম(২৫),মো.লাখ মিয়া(৫০),জাকির হোসেন(২৬),মরিয়ম বেগম(৩৪) ও সুফিয়া খাতুন (৪০)।রবিবার দুপুরে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের ফজুর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইউপি’র সদস্য আঃ আউয়ালকে আশংকাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে এবং শাহপরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলার হয়েছে।