লালপুরে আরো এক যুবক করোনা আক্রান্ত : মোট আক্রান্ত ৯, সুস্থ ২

Spread the love

সালাহ উদ্দিন, লালপুর ( নাটোর) প্রতিবেদকঃ নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শিবনগর গ্রামের এক যুবক  করোনায় আক্রান্ত হয়েছেন।  এ নিয়ে লালপুর উপজেলায় ৯ জন  করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। তবে আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ২ জন সুস্থ হয়েছেন।  

আক্রান্ত ব্যক্তির বিষয় নিশ্চিত করেছেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়।

নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, আজ নাটোর জেলার লালপুর উপজেলার শিবনগর গ্রামে ১ জন ও  বড়াইগ্রাম উপজেলায় ১ জন  করোনা আক্রান্ত হয়েছেন।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি জানান, আক্রান্ত ব্যক্তির বাড়িটি লকডাউন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *