নাঙ্গলকোটে শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোরের বিরুদ্ধে মামলা

Spread the love

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দৌলখাঁড় ইউনিয়নে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাহিন নামের এক কিশোরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।অভিযুক্ত  দৌলখাঁড় ইউনিয়নের কেকৈয়া গ্রামের আলা উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম মাহিন (১৫)।        

মামলা  সূত্রে জানা যায়। ধর্ষিত শিশু ও অভিযুক্ত ধর্ষক আপন চাচাতো-জেঠাতো ভাই-বোন। এই সুবাধে ধর্ষক মাহিন তার চাচাদের ঘরে ঘুমাতো এবং ধর্ষিত ওই শিশু (৮) পাশের কক্ষে তার অসুস্থ দাদির কাছে ঘুমাতো। এ সুযোগে মাহিন একাধিকবার ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা  করে। ২৭ শে জানুয়ারী প্রথমবার ধর্ষন করে। ২৫ ফেব্রুয়ারী ও ৩০ মার্চ ধর্ষণ করে।কয়েকদপা ধর্ষণ করে বলে মামলা সূত্রে জানা যায়।   

এ বিষয় অভিযুক্ত মাহিনের মা কাজল সাংবাদিকদের বলেন, আমার ঝা সাহিদা আক্তার পরকিয়ার অভিযোগে কয়েকবার আটক  হয়। এনিয়ে কয়েকদপা শালিস বৈঠক হয়। বিষয়টি ধামাচাপা দিতে মিথ্যা ধর্ষণের নাটক সাজায়।          

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে থানায় অভিযোগ জমা দিয়েছেন। শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে। তার মেডিকেল পরীক্ষাও হয়েছে। অভিযুক্ত কিশোরকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *