মুরাদনগর প্রতিবেদকঃ মুরাদনগর উপজেলা পরিষদ সংরক্ষিত আসনে মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনার পিতা মুক্তিযোদ্ধা মরহুম ফরিদ উদ্দিন সরকার (৭০) রহিমপুর নিজ বাড়ীতে শুক্রবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।(ইন্না——–রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী,তিন ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্বীয়স্বজন রেখে যান। মরহুমের জানাযা শুক্রবার বাদ জুম্মা নামাজের পর মুরাদনগর চৌধুরীকান্দি (মুরাদনগর ফায়ার সাভির্স) পশ্চিম পাশে নোয়াকান্দি রহিমপুর চৌধুরীকান্দি ঈদগাহ ময়দানে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। ওই কবরস্থানে তাকে দাফন করা হয়।