পীরকাশিমপুর গ্রামের অসচ্ছল, কর্মহীন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ৯৫০জন হতদরিদ্রকে ১ হাজার টাকা করে প্রদান মুক্তি সংঘ
মুরাদনগর প্রতিবেদকঃ এসো মিলি বন্ধনে-মুক্তির সন্ধানে এ স্লোগানকে সামনে রেখে পীরকাশিমপুর মুক্তি সংঘের উদ্যোগে পীরকাশিমপুর গ্রামের অসচ্ছল, কর্মহীন ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ৯৫০জন মানুষকে জনপ্রতি ১ হাজার টাকা প্রদান করেছেন। শুক্রবার সকালে কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা আকুবপুর ইউনিয়নের পীরকাশিমপুর উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে মুক্তি সংঘের সভাপতি রিফাত হাসান শৌকত,সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুরাদনগর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান পীরজাদা জহিরুল ইসলাম চিশতি, বিশেষ অতিথি মুরাদনগর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ূম খসরু, সমাজসেবক মোঃ মহসিন, সোহেল সামাদ, হুমায়ূন করিব কাউছার, মুক্তি সংঘের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, মুক্তি সংঘের সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান আনন্দ, হাতেম তাই, শাহ আলম, নাজিম উদ্দিন ও আলম প্রমুখ।