দাউদকান্দি ২০ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার
দাউদকান্দ প্রতিবেদকঃ দাউদকান্দি ২০ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
দাউদকান্দি মডেল থানায় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার রাতে দাউদকান্দি মডেল থানাধীন চট্টগ্রাম ঢাকা মহাসড়কস্থ বলদাখাল বিআরটিসি বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর গাঁজা ব্যবসায়ী কুমিল্লা জেলা বুড়িচংউপজেলা শংকুচাইল গ্রামের আব্দুল কাদের ছেলে মোঃ হাসানকে ২০কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করেন দাউদকান্দি মডেল থানা পুলিশ। এসআই মোঃ মনিরুল ইসলাম জানায়, এব্যাপারে আসামীদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানার মামলা নং-১৭, তাং-১৯জুন/২০২০ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সনের ৩৬(১) এর টেবিলের ১৯(গ)/৪১ রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।