দাউদকান্দিতে ল্যাব টেকনিশিয়ানকে হত্যার অভিযোগে গ্রেফতার ১

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার দাউদকান্দির উপজেলার গৌরীপুরে এমদাদুল হক মিঠু নামে দেশ হসপিটালের ল্যাব টেকনিশিয়ান এর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ । তবে ওই টেকনিশয়ানের পরিবারের অভিযোগ তাকে হত্যা করে লাশ ফেলে দেয়া হয়। গত শুক্রবার গৌরীপুর দেশ হসপিটালের পিছনের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় হাসপাতালের মালিকের ছেলেকে গ্রফতার করেছে পুলিশ। মিঠু’র মা জোসৎনা বেগম অভিযোগ করেন জানান, দেশ হসপিটালের মালিক ও ওই বিল্ডিং মালিককে গ্রেফতার করে রিমান্ডে নিলে মিঠু হত্যা আসল রহস্য বেরিয়ে আসবে। মিঠু’র ছোট ভাই টিটু জানায়, প্রায় দেড় বছর ধরে ওই হাসপাতালে চাকুরী করেতো মিঠু। বড় বোনের জামাই কলি মোল্লা জানায়, হাসপাতালে মালিক ও বিল্ডিং মালিক জড়িত। বিল্ডিং মালিক ও হাসপাতালের মালিককে গ্রেফতার করলে মিঠু হত্যা সব তথ্য বেড়িয়ে আসবে। সে তিন বছর যাবৎ দেশ হসপিটালের ল্যাব টেকনিশিয়ান পদে চাকুরীর করতেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *