নারায়ণগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৬ হাজার ৮শ’ পিস ইয়াবা সহ আটক ৩
মোঃ সোহেল কিরণঃনারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন সেতুর টোল প্লাজা এলাকা থেকে ১৬ হাজার ৮’শ পিস ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত লরী (চট্র মেট্রো ঢ-৮১২৭৮৯) জব্দ করা হয়। আটককৃতরা হলো নরসিংদীর ভেলাবোর আমলাব এলাকার মজিবুর রহমানের ছেলে শাহিদুল ইসলাম (৫০), ফেনীর দাগনভূঁইয়া থানার গনিপুর গ্রামের নুর আলমের ছেলে গাড়ি চালক আমির হোসেন শাহীন (৩০) ও ফেনীর দাগনভূঁইয়া থানার করিমপুর এলাকার মৃত. আবুল হাসেমের ছেলে সুমন আহম্মেদ (৩২)। রবিবার ২৮ জুন দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিলো। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫(০৬)২০ মামলা করা হয়েছে।