রূপগঞ্জে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, করোনা রোগীদের নমুনা সংগ্রহ ও ঔষধ বিতরণ
মোঃ সোহেল কিরণঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে করোনা প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, সন্দেহ জনক করোনা রোগীদের নমুনা সংগ্রহ ও ঔষধ বিতরণ করা হয়েছে। সোমবার ২৯জুন দুপুরে উপজেলার ভোলাব এলাকার গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ভোলাব ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামুন। এসময় আরো উপস্থিত ছিলেন, ডা. ফয়সাল আহাম্মেদ, ভোলাব আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসান আশকারী, ইউপি সদস্য বাদশা মোল্লা, বাচ্চু মিয়া, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, রিপন মিয়া, শাহীনা আক্তার প্রমুখ। এসময় ৫০জন রোগীর নমুনা সংগ্রহ ও শতাধীক মানুষের মাঝে ঔষধ বিতরণ করা হয়। সকলকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন বক্তারা।