নিহত শামিমের স্ত্রী লিমা আর লামিমের ভবিষত কি?

Spread the love

মোহাম্মদ বিপ্লব সরকার :চাঁদপুর শহরের পুরান বাজারে দু গ্রুপের সংঘর্ষে নিহত যুবক শামিমের স্ত্রী লিমা আক্তার ও নয় মাস বয়সি শিশু পুত্র লামিমের ভবিষত কি হবে এমন প্রশ্ন এখন সবার মুখে মুখে। শামিম গাজী চাঁদপুর শহরের কবি নজরুল সড়কের গ্রান্ড হিলশা নামক হোটেলে কাজ করতো। ৪ভাই ১বোনের মধ্যে শামিম ছিল ভাইদের মধ্যে তৃতীয়।বছর কয়েক আগে সে সংসার জীবন শুরু করে লিমা আক্তারকে বিবাহ করে।সুখের সংসারে তাদের ঘর আলোকিত করে লামিম নামের নয় মাসের শিশু পুত্র।২৯জুন কে জানতো শামিমেম জীবন প্রদীপটা কর্মস্হল থেকে বাসায় ফিরে যাবার পথে থেমে যাবে। পুরান বাজারে দু গ্রুপ মাদক ব্যবসায়ির মধ্যে সংঘর্ষ ঘটে। যে সংঘর্ষ সামাল দিতে পুলিশ বাহিনী পর্যন্ত প্রথমে হিমসিম খেতে হয়।আর এ সংঘর্ষে পথচারী শামিম হেটে হেটে বাসায় ফিরছিল। আচমকা হামলাকারিদের ইট এসে পরল শামিমের মাথায়। রাস্তায় সে লুটিয়ে পরে। লোকজন ধরাধরি করে তাকে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে আসে। অবস্হার অবনতি হলে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যালে আজ সকাল ছয়টায় শামিম চলে যায় পরপারে। সকালে শামিমদের বাসায় গিয়ে দেখা যায় পরিবারের আর্তনাদে এলাকার বাতাস ভাড়ি হয়ে উঠে।নিহত শামিমের স্ত্রী লিমা আক্তার স্বামির শোকে প্রায় পাথর হয়ে আছে।অবুঝ শিশু লামিমের কান্না যেন কেউ থামাতে পারছে। শামিমের পরিবার ছেলে হত্যার সুষ্ঠ বিচার চেয়েছেন প্রধান মন্ত্রী, শিক্ষা মন্ত্রী ও প্রশাসনের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *