করোনায় আক্রান্তে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ মারা গেছ
মোঃ কামাল হোসেন: হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স নাসিমা আক্তারের স্বামী মো. জহিরুল ইসলাম (৪৫) মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—–রাজিউন)। জানা গেছে, জহিরুল ইসলাম বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার কর্মস্হলেই তিনি করোনায় আক্রান্ত হন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার করা হয়। তার এক সন্তানও করোনা পজেটিভ। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে হোমনা উপজেলা স্বাস্থ্য বিভাগ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।