ঈদ শপিং হোক অনলাইনে, সুরক্ষিত থাকুক শিশু

Spread the love

আসছে পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় উৎসব। দুই ঈদের মধ্যে মানুষ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর বেশ জাঁকজমকভাবে পালন করে। নতুন নতুন বাহারি পোশাকের রঙে ঈদের দিনটি ছন্দিত হয়ে ওঠে ঈদগাহ। সব বয়সীদের মধ্যে এই পোশাকের খেলা লক্ষ করা গেলেও শিশু, কিশোর ও কিশোরীদের মধ্যে এর ছোঁয়াটা বেশি দেখা যায়; যা ঈদকে আরও বর্ণিল করে তোলে।

বর্তমানে আমাদের দেশে চলছে করোনার মতো ভয়াবহ একটা মহামারি। গ্রাস করে ফেলেছে পুরো পৃথিবীকে। তরুণ, যুবক, বৃদ্ধদের সঙ্গে শিশুরাও এর কবলে পড়ছে নিয়মিত। চিকিৎসকদের মতে, হাত ধোয়া, বাইরে গেলে মাস্ক পরার পাশাপাশি অন্যদের সংস্পর্শে না আসা—এর জন্য ঘরে থাকা জরুরি। ঘরে থাকলে বাইরের লোকের সংস্পর্শ থেকে রক্ষা পেতে পারি। আর এর জন্য সারা দেশের স্কুল–কলেজ ও বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের সব শপিং মল বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ দীর্ঘদিন থেকে। বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ঈদ উপলক্ষে সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে লকডাউনে বন্ধ থাকা শপিং মলগুলো। ইতিমধ্যেই রাজধানীর বড় দুটি শপিং মল না খোলার সিদ্ধান্ত নেয়। সংবাদ এবং পরিসংখ্যানে দেখা যাচ্ছে, দেশের প্রায় ৯০ শতাংশ শপিং মল বন্ধ থাকবে এবারের ঈদে। আবার কোনো দোকানমালিক এখনো সিদ্ধান্তহীনতায় আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *