লালপুর হাসপাতালের আরো একজন করোনা আক্রান্ত; মোট আক্রান্ত ৩৪
সালাহ উদ্দিন, নাটোর প্রতিবেদকঃ নাটোরের লালপুরে আজ বুধবার (৮ জুলাই) আরো একজন করোনা আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার। এ নিয়ে লালপুরে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৪ জনে। নাটোর সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ ল্যাব থেকে ২৩ টি নমুনার ফলাফল এসেছে। যার মধ্যে ২২ টি নেগেটিভ একজন পজেটিভ সনাক্ত হয়েছেন। আজকে যিনি করণা আক্রান্ত হয়েছেন তিনি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার। এর আগে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আক্রান্ত হলে তিনি নমুনা পরীক্ষার জন্য প্রদান করেন পরে আজ তার করোনা সনাক্তকরণ রেজাল্ট আসে। তবে তিনি খুব বেশি অসুস্থ নন। তিনি হোম আইসোলেশনে রয়েছেন।