বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার মানব বন্ধন

Spread the love

 মোহাম্মদ বিপ্লব সরকার : চাঁদপুরে জাতিয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে সকালে মানব ববন্ধন কর্মসূচী পালন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা। জেলা সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে, সহ-সভাপতি আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফীর সঞ্চালনায় মানব ববন্ধনে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক সবুজ ভদ্র, চাঁদপুর জেলা কিন্ডার গার্টেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম বাছেত, সাধারণ সম্পাদক জায়েদুর রহমান জহির, স্থায়ী কমিটির সদস্য শেখ মো: হারুনুর রশিদ, সাবেক সভাপতি গোলাম হোসেন টিটো, ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি একেএম ফজলুল হক সেলিম, সদস্য সোহরাব হোসেন, হাইমচর উপজেলা সদস্য হাফেজুর রহমান, হাবিবুর রহমান, হাজিগঞ্জ উপজেলা সহ-সভাপতি আবুল ফারাহ মজুমদার, সদস্য মিজানুর রহমান, অর্থ সম্পাদক মো: বিল্লাল হোসেন, ওয়াইডব্লিউসির প্রধান শিক্ষক কবিতা সাহা, রেলওয়ে কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মাহমুদা খানম, নবারুন শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ ইতু চক্রবর্তি, হক্ব ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান, শাহাদাত মাস্টার মডেল স্কুলের অধ্যক্ষ ফরিদগঞ্জ উপজেলা সদস্য ইসমাঈল হোসেন রুবেল প্রমুখ। শতাধিক স্কুলের প্রধান ও দুই শতাধিক শিক্ষকের উপস্থিতিতে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বিভিন্ন দাবী জানিয়ে বলেন, অবহেলিত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের প্রতি মানবিক সাহায্য হিসেবে আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋন প্রদানের মাধ্যমে সহযোগিতা করুন। মানবেতর জীবন যাপনে ক্লান্ত শিক্ষক সমাজের প্রতি সহযোগিতার মাধ্যমে প্রাথমিক শিক্ষার ৩০% অবদান রাখা এ গোষ্ঠীকে বাঁচিয়ে রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *