হোমনায় কাচারীকান্দি খালে স্বেচ্ছাশ্রমে দৃষ্টিনন্দন বাঁশের সেতু নির্মাণ
আবদুল হক সরকারঃ হোমনা উপজেলার কাচারিকান্দি-বাগমারা কবরস্থানের নতুন রাস্তায় কাচারীকান্দি খালের উপর ১২০ ফুট দীর্ঘ দৃষ্টিনন্দন বাঁশের সেতু নির্মান করা হয়েছে। কাচারী কান্দি গ্রামের যুবসমাজের উদ্যোগে ও প্রবাসিদের অর্থ্যায়নে প্রায় ৩০ হাজার টাকা ব্যয়ে এ দৃষ্টিনন্দন বাঁশের সেতুটি নির্মান করা হয়। বুধবার আনুষ্ঠানিক ভাবে এ সেতু আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। কুমিল্লা জেলা হোমনা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধার কমান্ডার মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে , উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হক,সমাজ সেবক মঙ্গল মিয়া ও আ.আউয়াল চৌধুরীসহ গ্রামের যুবসমাজ ও গ্রামবাসি এ সময় উপস্থিত ছিলেন। পরে জনগনের চলাচলের জন্য উক্ত সেতুটি উম্মুক্ত করা হয়। সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার দুলালপুর ইউনিয়নের কাচারীকান্দি গ্রামের মানুষের চলাচলের জন্য বিশেষ করে বর্ষা মৌসুমে সবচেয়ে বড় কষ্ট ছিলো কাচারীকান্দি খাল। গ্রামের মানুষ গরুবাছুর নিয়ে বাগমারায় যেতে এমনকি কবরস্থানে লাশ নিয়ে যেতে অনেক কষ্ট হতো। এবছর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অর্থ্যায়নে বাগমারা কবরস্থান হয়ে কাচারীকান্দি খাল পর্যন্ত নতুন রাস্তা নির্মান করা হয়েছে। কিন্ত খালের উপর কোন সেতু না থাকায় গ্রামবাসি এ রাস্তা ব্যবহার করতে পারছে না। পরে এ গ্রামের প্রবাসি মো. আলাউদ্দিন, নজরুল ইসলাম স্বপন, মো.জাকির হোসেন সহ কয়েকজনের অর্থায়নে ৩০ হাজার টাকা খরচ করে মো.ওমর ফারুকের ডিজাইনে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ১২০ ফুট দীর্ঘ বাঁশের সেতু নির্মাণ করে ওই গ্রামের যুব সমাজ। স্বেচ্ছাশ্রমে সেতু নির্মান কমিটির সদস্য মো. জোবায়ের আহাম্মেদ জানান, আমাদের গ্রাম থেকে পৌরসভার ২নং ওয়ার্ডের বাগমারা কবরস্থান পর্যন্ত একটি পায়ে চলা পথ পেয়েছি। কিন্তু খালের উপর ব্রিজের প্রয়োজন। তাই গ্রামের যুব সমাজকে নিয়ে এ বাঁশের সেতুটি নির্মান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাশ্রম কমিটির ব্যবস্থাপনা কমিটির সদস্য জোবায়ের আহাম্মেদ, কাউসার আহাম্মেদ, মো. রুহুল আমিন চৌধুরী, মো. ওমর ফারুক জাকির ও মো. মিনহাজ উদ্দিন প্রমূখ।