কুমিল্লায় আইনজীবীদের মানববন্ধন
কুমিল্লা প্রতিবেদকঃ আইনজীবীদের জন্য আর্থিক প্রণোদনা ও পুর্ণাঙ্গ আদালত চালুর দাবিতে কুমিল্লায় আইনজীবীদের মানববন্ধন ৮ জুলাই সকালে কুমিল্লা আদালত প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পরে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়। আইনজীবী সমাজ কুমিল্লার ব্যানারে এই কর্মসূচি আয়োজন করা হয়। আইনজীবী সমাজ কুমিল্লার আহবায়ক এডভোকেট শহিদুল হক স্বপনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আব্দুল মমিন ফেরদৌস, সাবেক সভাপতি এড. আ হ ম তাইফুর আলম, সাবেক পিপি এড. মোস্তাফিজুর রহমান লিটন, বারের সাবেক সাধারন সম্পাদক এড. সৈয়দ নুরুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক এড. সামছুর রহমান ফারুক, বারের সাবেক সাধারণ সম্পাদক এড. মাহাবুবুর রহমান, বারের সাবেক সাধারণ সম্পাদক এড. শরীফুল ইসলাম, সাবেক সহ সাধারণ সম্পাদক এড. আমজাদ হোসেন, এড. মোঃ সহিদউল্লাহ, বারের সহ-সাধারণ সম্পাদক এড. তৌহিদুর রহমান, এড. নাজমুল বারী চৌধুরী, এড. জিয়াউল হাসান চৌধুরী সোহাগ, এড. আশিকুর রহমান, এড. ফাহমিদা জেবিন প্রমুখ।মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, সাড়ে তিন মাসের মতো আদালত বন্ধ। ভার্চুয়াল আদালত চালু হলেও তাতে সব আইনজীবী অংশগ্রহণ করতে পারেনি। ফাইলিং না থাকায় সাধারণ বিচারপ্রার্থী মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। আদালত বন্ধ থাকায় নবীন প্রবীন আইনজীবীরা মানবেতর জীবন-যাপন করছেন। আইনজীবী সহকারীদের উপার্জন বন্ধ থাকায় অনেকে পেশা ছেড়ে দিচ্ছেন। বক্তারা বলেন, আইনজীবীদের জন্য সহজ শর্তে ঋণ বা ৩০০কোটি টাকার আর্থিক প্রণোদণা প্যাকেজ ঘোষনা করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে নিয়মিত আদালত চালু করতে হবে।