প্রধান মন্ত্রী প্রণোদনার দাবিতে বাঞ্ছারামপুরে কিন্ডারগার্টেন শিক্ষকদের মানববন্ধন
লামিয়া আক্তার হিরামনিঃ সরকারের আর্থিক প্রণোদনার দাবিতে বাঞ্ছারামপুরে কিন্ডারগার্টেন শিক্ষক শিক্ষিকাদের মানববন্ধন করেছেন।শনিবার বাংলাদেশ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ(বিকপ)ও ব্রাক্ষণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা শাখা উদ্যোগে বাঞ্ছারামপুরে কিন্ডারগার্টেন শিক্ষক শিক্ষিকাদের উপজেলা পরিষদ চত্তরে প্রধান মন্ত্রী শেখ হাসিনা আর্থিক প্রণোদনার দাবিতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি- ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের আয়োজনে মানববন্ধটি অনুষ্ঠিত হয়।-এসময় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ(বিকপ)তথ্য ও গবেষণা সম্পাদক ও ব্রাক্ষণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা শাখার ভারপাপ্ত সভাপতি শামিম নুর ইসলাম, উপজেলা শাখার সহ-সভাপতি ফিরোজ মিয়া, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক ও রূপসদী বর্নমালা কিন্ডারগার্টেন অধ্যক্ষ মোঃ সানাউল্ল্যাহ কাজল, সদস্য বেবী বেগম ও রোজিনা খাতুন প্রমুখ।মানব বন্ধনে আরো উপস্থিত ছিলেন, রূপসদী বৃন্দাবন আইডিয়াল একাডেমী পরিচালক নূর মোহাম্মদ জমদ্দার, বাঞ্ছারামপুর পৌরসভায় ইসরাত জামান প্রি ক্যাডেট স্কুল অধ্যক্ষ আঃ মতিন, পাড়াতলী মনোয়ারা রফিক আইডিয়াল একাডেমী অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, বুধাইরকান্দি হাজী আব্দুল সাত্তার আইডিয়াল একাডেমি অধ্যক্ষ মোঃ আঃ আব্দুল সাত্তার,বাশগাড়ী ইকরা একাডেমী পরিচালক মোঃ ফয়সাল হাবিব,বাহের চর উত্তরণ কিন্ডারগার্টেন অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, দুলালপুর মেঘনা কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুল প্রতিষ্ঠাতা মোঃ কামরুল হাসান,হোগলাকান্দি এইস কে.পি.কে প্রিঃ ক্যাঃ স্কুল পরিচালক আমির হামজা,ছলিমাবাদ ইসলামীয়া প্রি-পারেটরী স্কুল অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন,রূপসদী হলি চাইল্ড কিন্ডারগার্টেন পরিচালক মোঃ ফজলুল হক,ফরদাবাদ আল হেরা একাডেমী অধ্যক্ষ মোঃ গেয়াসউদ্দিন, ধারিয়ারচর আইডিয়াল কিন্ডার গার্টেন অধ্যক্ষ রামকৃষ্ণ চন্দ্র দাস, পাহাড়িয়া কান্দি আদর্শ কিন্ডারগার্টেন অধ্যক্ষ মোঃ আঃ হক,উজানচর লিটন ফ্লাওয়ার কিন্ডার গার্টেন অধ্যক্ষ মোসাঃ নাছিমা আক্তার,মধ্যনগর বিবি কিন্ডারগার্টেন অধ্যক্ষ মোসাঃ শারমিন আক্তার, এম আর বিদ্যা মেমোরিয়াল স্কুল শান্তিপুর মুফতি খলিলুর রহমান, হোগলাকান্দি আমেনা খাতুন প্রি ক্যাডেট একাডেমী অধ্যক্ষ হেলাল উদ্দিন, ভূরভূরিয়া আদর্শ কিন্ডারগার্টেন অধ্যক্ষ রোজিনা বেগম ও কমদতলী রোজ কিন্ডার গার্টেন প্রতিষ্ঠাতা বেবী বেগম নেতৃত্বে ৪শ’ শিক্ষক শিক্ষিকা এমানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, কোভিড-১৯ ক্ষতিগ্রস্থ সমমানের শিক্ষা পতিষ্ঠানের অস্তিত্ব রক্ষার সার্থে প্রধান মন্ত্রী শেখ হাসিনা আর্থিক প্রণোদনা পেতে তাদের কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে এ মানববন্ধন। সারাদেশে ৯০ ভাগ শিক্ষা প্রতিষ্ঠান বাড়া বাড়ীতে কিন্ডারগার্টেন ও স্কুল পরিচালিত হচ্ছে হচ্ছে। ৬৮ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ১০ লাখ লোকের কর্মসংস্থান।এককোটি ছাত্রছাত্রীর শিক্ষা ব্যাবস্থা বন্ধ রয়েছে।আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ ও তহবিল থেকে সারাদেশে কিন্ডার গার্টেন শিক্ষক শিক্ষিকাদের আর্থিক প্রণোদনার দাবি জানান তারা। শিক্ষক শিক্ষিকারা গত ১৭ মার্চ পর থেকে কোন বেতন পাচ্ছেন না। বাড়া বাসায় থাকতে হচ্ছে। নেই কোন প্রকার টিউশনি। সংসার চালাতে খুব হিমশিম খেতে হচ্ছে।